রাউজান প্রেস ক্লাব: সভাপতি শফিউল, সাধারন সম্পাদক জয়নাল

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান প্রেস ক্লাবের কমিটি নবায়ন করা হয়েছে। ১০ আগস্ট (মঙ্গলবার) বেলা ১২ টায় উপজেলার জলিল নগরস্থ সংগঠনের কার্যালয়ে এই উপলক্ষে সংগঠনের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সভ্যগণে সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটিকে পুনরায় এক বছরের জন্য নবায়ন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম, মাওলানা বেলাল উদ্দিন, প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এস. এম ইউসুফ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি এম. জাহাঙ্গীর নেওয়াজ, সহ সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এম. রমজান আলী, সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবীবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু ও দপ্তর সম্পাদক আমির হামজা, শাহাদাৎ হোসেন সাজ্জাদ ।