চকবাজার ওয়ার্ডে প্রধানমন্ত্রীর উপহার সমাগ্রি বিতরণকালে মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সম্প্রতিকালে অতিমারির মতো কঠিন সময়গুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে যাতে অভূক্ত থাকতে না হয় সে-জন্য যে মানবিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন তা আজ সারা বিশে^ প্রশংসিত। বর্তমান কঠিন দুঃসমওে তুলনায় সাহায্যের পরিমান অপ্রতুল হলেও এই কার্যক্রম আন্তরিকতার বহি:প্রকাশ। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং সংগঠনের সকল স্তরের নেতারা নগরীর বিপন্ন আত্মমানবাতার পাশে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করছে বলে জানান। মেয়র গতকাল সোমবার নগরীর চকবাজার ওয়ার্ডে কর্মচ্যুত অদিবাসী পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ও ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক রঞ্জুর সভাপতিত্বে ত্রাণ বিরতণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখনে-প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন। অন্যান্যের মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম, এডভোকেট নোমান চৌধুরী, হাজী সেলিম, মোহাম্মদ জসিম উদ্দিন, তারেক সুলতান, মুজিবুর রহমান বাবুল প্রমুখ।











