আতংকে পশ্চিম গুজরার সাধারণ মানুষ

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই এলাকার আবুল হোসেনের পুত্র দুর্ধষ ডাকাত ও সন্ত্রাসী পারভেজ জেল থেকে জামিনে মুক্তি পেয়ে অনেক দিন চট্টগ্রাম নগরীতে আর্ত্বগোপেনে থাকার পর গত কয়েকদিন পুর্বে রাউজানের পশ্চিম গুজরা এলাকায় এসে ঘুরে বেড়াচ্ছে । দুর্ধষ ডাকাত পারভেজ জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসায় এলাকার সাধারন মানুষের মনে চরম আতংকের মধ্যে দিন কাটছে । দুর্ধষ ডাকাত পারভেজ এর বিরুদ্বে হত্যা, অপহরন, চাদাঁবাজী, ডাকাতির মামলা রয়েছে । ডাকাত পারভেজ পুলিশের অভিযানে গ্রেফতার হওয়ার পর তাকে জেল হাজতে প্রেরন করা হলে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে আবারো তার সহযোগীদের জড়ো করে সক্রিয় হয়ে উঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । দুর্ধষ ডাকাত পারভেজ এর ভাই মোরশেদ গত তিন মাস পুর্বে ৫ হাজার পিস ইয়াবা সহ পাচঁলাইশ থানা পুলিশ গ্রেফতার করে। মোরশেদ এখনো জেলে রয়েছে । দুর্ধষ ডাকাত পারভেজ ও তার সহযোগীরা এলাকায় সক্রিয় হয়ে উঠলে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও অপরাধ বেড়ে যাবেই বলে স্থানীয় চেয়ারম্যান সাহাবুউদ্দিন আরিফ সহ এলাকার সাধারন মানুষ অশংকা করছেন । রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের বাসিন্দ্বা শীর্ষ সন্ত্রাসী রমজান আলী, ফরিদের বিরুদ্বে একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা থাকলে ও তারা গ্রেফতার হয়নি । শীর্ষ সন্ত্রাসী রমজান আলী ও ফরিদ আর্ত্নগোপেনে রয়েছে । এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুনের কাছে জানতে চাইলে, ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেন, সন্ত্রাসী ও ডাকাত পারভেজ জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হয়েছে । ডাকাত পারভেজ ও তার সহযোগীরা এলাকায় কোন সন্ত্রাসী কর্মকান্ড ও অপরাধ সংগঠিত করতে না পারে পুলিশ তার উপর নজরদারী চালিয়ে যাচ্ছে ।