চানখালি খালে আরেকটি মৃত ডলফিন ভেসে এলো

আজ সকালে হালদা নদীর শাখা খাল চানখালি খালে আরেকটি (২৯তম) মৃত ডলফিন (Platanista gangetica) ভেসে উঠে। ডলফিনটির দৈর্ঘ্য প্রায় সাড়ে সাত ফুট এবং ওজন প্রায় ১২০কেজি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি, হাটহাজারী উপজেলা প্রশাসন, বেসরকারী সংস্থা আইডিএফ এবং বন বিভাগ (প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ) যৌথভাবে ডলফিনটি প্রত্যক্ষ করেন। মৃত ডলফিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বয়স জনিত কারনে এটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে কমিটি মনে করেন। পরবর্তী গবেষণা কাজের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি ডলফিনটির কিছু নমুনা সংরক্ষণ করেছে।

এখানে উল্লেখ্য যে, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ২৮টি ডলফিন মারা যায়। ২০২১ সালের মধ্যে বিগত আট মাসে আজকে ২৯তম ডলফিনের মৃত্যু হয়। আরো উল্লেখ্য যে, ২০১৮ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, মৎস্য অধিদপ্তর, বন অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, পরিবেশ অধিদপ্তর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি উনিশতম ডলফিন-এর পোস্টমর্টেম সম্পন্ন করে এবং ৬ দফা সুপারিশমালা প্রণয়ন করে। সরকার এই ছয় দফা সুপারিশমালার শতভাগ বাস্তবায়ন করার মাধ্যমে ডলফিনের মৃত্যুর সংখ্যা কমে আসে। চর্বি চুরি করার জন্য ২৩তম ডলফিনটি হত্যার পর মহামান্য হাইকোর্টে হালদা নদীর ডলফিন হত্যা রোধে একটি রিট পিটিশন হয়। বর্তমানে চট্টগ্রাম জেলা প্রশাসকের নেতৃত্বে মহামান্য হাইকোর্ট কর্তৃক গঠিত একটি কমিটি হালদা নদীর ডলফিন হত্যা রোধে মনিটরিংয়ের কাজ করছে।