ঈদের আর বেশিদিন বাকি নেই। এই মুহূর্তে বেশ ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম। বর্তমানে লকডাউন থাকলেও সকল প্রকার নির্দেশনা মেনে শুটিং করে যাচ্ছেন। করোনার এই কঠিন সময়ে তার কাজের অভিজ্ঞতা জানতে চাইলে বলেন, লকডাউনের কারণে কয়েকটা কাজ পেছানো হয়েছে। যখন থেকে আমরা অনুমতি পেলাম, শর্তসাপেক্ষে তখন থেকে কাজ করার সিদ্ধান্ত নিলাম। কারণ, কাজগুলো আগে কনফার্ম করা ছিল। আর যে অবস্থা একদমই কাজ না করার থেকে কিছু কাজ করা উচিত। কারণ একটা ইউনিটের সঙ্গে অনেক লোকের রুটি-রুজি নির্ভর করে।
এখান থেকে আয় করেই অনেকে সংসার চালান। একেবারে কাজ না করলে তো সবার অসুবিধা হয়ে যাবে। কাজ করতে পেরে ভালো লাগছে। এবারের ঈদে কাজের ব্যাপারে অভিনেত্রী বললেন, চয়নিকা চৌধুরী, মহিন খান আর বর্ণ নাথের পরিচালনায় একটি করে খণ্ড নাটকে আর জাহিদ হাসানের পরিচালনায় দুটি নাটকে অভিনয় করেছি। নাবিলা আরও যোগ করেন, গল্পের ওপর এখন সবকিছু চলে গেছে। গল্পটা ভালো হলে দর্শকদের ভালো লাগে। সবাই চেষ্টাও করছে ভালো ভালো কাজ করার। আমি যে নাটকগুলোর কাজ করলাম সেগুলোরও ভিন্ন ভিন্ন গল্প ও চরিত্র। পারিবারিক, রোমান্টিক ও কমেডি সব ধরনের গল্পেই কাজ করেছি। নাটকের পাশাপাশি ঈদে বঙ্গ’র প্রযোজনায় একটা ওয়েব সিরিজেও কাজ শুরু করেছি। যেটি পরিচালনা করছেন মইদুল রাকিব।











