বিধিনিষেধ অমান্য করায় ৭ জনকে জরিমানা করলেন চসিক ম্যাজিস্ট্রেট

বৈশ্বিক মহামারি করোনার ঊর্ধ্বগতি রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে রাস্তায় বের হওয়ায় ৭ জনকে জরিমানা করা হয়েছে।

রোববার (৪ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ জরিমানা করেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, নগরের ষোলশহর, পলিটেকনিক, রুবি গেট, টেক্সটাইল, বাংলাবাজার, শেরশাহ্ কলোনি, বায়েজিদ বোস্তামি, অক্সিজেন মোড়, জালালাবাদ বালুছড়া, আতুরার ডিপো্, হামজারবাগ, বিবিরহাট ও মুরাদপুর এলাকায় চসিকের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ জনকে ১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে ম্যজিস্ট্রেটরা সচেতনতামূলক মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্যরা অভিযানে সহায়তা করেন।
করোনাভাইরাস প্রতিরোধ ও নগরবাসীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার লক্ষ্যে চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।