ড. খালেদা হানুম এর মৃত্যুতে চবি অফিসার সমিতির শোক

চবি বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. খালেদা হানুম এর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে চবি অফিসার সমিতির পক্ষ থেকে বলা হয় অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে, আমাদের প্রিয় অগ্রজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী চৌধুরী স্যারের গত ২৪শে জুন ২০২১ তারিখে পরলোকগমনের ১১ দিনের মাথায় তাঁর সহধর্মীনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ডঃ খালেদা হানুম ম্যাডাম চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে আজ ভোর ৪.০৫ মিনিটে ইন্তেকাল করেন(ইন্না……..রাজিউন)।
প্রথিতযশা এ শিক্ষাবিদের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি গভীরভাবে শোকাহত। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মহিয়সী এ শিক্ষাবিদকে দেশ-জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। উনার স্মৃতির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।