প্রথমবারের মতো ইউএস-বাংলার বহরে সম্পূর্ণ নতুন এয়ারক্রাফট

এয়ারলাইন্সে যুক্ত হলো নতুন আরেকটি উড়োজাহাজ। ইউএরবিবার দুপুর ১টা ৪০ মিনিটে এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এয়ারক্রাফটটি ঢাকায় অবতরণ করার আগে ফ্রান্সের ফ্রাংকাজাল এয়ারপোর্ট থেকে ২২ মার্চ উড্ডয়ন করে। এরপর ইজিপ্ট ও মাস্কাটে রি-ফুয়েলিং এর জন্য অবতরণ করে।

প্রথম এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি যুক্ত হওয়ায় ইউএস-বাংলার বিমান বহরে এখন মোট আটটি এয়ারক্রাফট হলো। ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, তাদের উড়োজাহাজ বহরে এটিআর ছাড়াও তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ ও চারটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট রয়েছে। ৩১ মার্চ থেকে এটিআর এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে। ১৭ জুলাই ২০১৪ তারিখে দ্রুতগতি সম্পন্ন দুটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস-বাংলা যাত্রা শুরু করে।

নতুন যুক্ত হওয়া এটিআরে মোট ৭২টি আসন ব্যবস্থা রয়েছে। এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‘ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ’ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিমান বহরকে সমৃদ্ধি করার লক্ষ্যে আরো তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট খুব শিগগিরই পর্যায়ক্রমে যুক্ত হবে। নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফটি ঘণ্টায় ৫১০ কিলোমিটার গতিতে ফ্লাই করতে পারে। এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট সারা বিশ্বে এক হাজারের অধিক নামকরা বিমান সংস্থাগুলি ব্যবহার করছে।