‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার’

‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার’ এ স্লোগানকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বান্দরবানে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।

রোববার (২৪ মার্চ) সকালে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক, বান্দরবানের আয়োজনে এ র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য সিংইয়ং ম্রো, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাসুই চিং মারমা প্রমুখ। এছাড়াও বিভিন্ন এনজওি সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।

পরে সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা. অংসুই প্রু’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।