সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে ৬৫ পিস ইয়াবাসহ ইসমাইল (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ধৃত কারবারি উপজেলার জালালাবাদ ইউনিয়নের সওদাগর পাড়ার কাশেমের ছেলে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানা পুলিশের একটি দল সদর ইউনিয়নের জাগিরপাড়াস্থ ফেরদৌসের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন।











