পেশাগত দায়িত্ব পালনকালে রোজিনা ইসলাম তথা সংবাদমাধ্যমের ওপরে নেমে আসা এই অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত আঘাতের ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং প্রতিবিধান দাবি করে দেশে-বিদেশে বিভিন্ন মহল যে প্রতিক্রিয়া ব্যক্ত করছে, স্বাধীন সাংবাদিকতার প্রতি সংহতি জানাচ্ছে, তা আমাদের প্রেরণা ও সাহস জোগাচ্ছে। গণতান্ত্রিক বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত সাংবাদিকতা সুপ্রতিষ্ঠিত করতে সম্মিলিত ও ব্যক্তিগত এসব সক্রিয় ও সোচ্চার ভূমিকা আমাদের জন্য প্রেরণাদায়ক।
সম্পাদক পরিষদ, এডিটরস গিল্ড, জাতীয় প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল ও নেতা, নাগরিক ও সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন, পেশাজীবী সংগঠন, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজ, মানবাধিকারকর্মী, শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিকর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ নাগরিকেরা স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়িয়েছেন; সোচ্চার হয়েছেন ন্যায় প্রতিষ্ঠায়, অন্যায়ের প্রতিবাদে। তাঁদের সবার প্রতি প্রথম আলো পরিবারের কৃতজ্ঞতা।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে), অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন), পিইএন বাংলাদেশ ও সাউথ এশিয়ান উইমেন ইন মিডিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংগঠন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং রোজিনা ইসলামের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে।











