মুসাফিরের মানবিক কর্মকাণ্ড প্রশংসার দাবিদার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মানবিক ব্যক্তিত্ব মুহাম্মদ জহিরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, পিছিয়ে পড়া প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মুসাফির দীর্ঘদিন ধরে রাস্তার ধারে পড়ে থাকা অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দিয়ে প্রমাণ করছে মানবসেবায় বড় সেবা। মানব সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। মুসাফিরের মানবিক কর্মকাণ্ড সত্যিই প্রশংসার দাবিদার। আর্তমানবতা মূলক সামাজিক সংগঠন মুসাফির উদ্যোগে‌ ভাসমান মানুষদের মাঝে চলমান খাদ্য বিতরণ কর্মসূচি হিসেবে আজ মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে চকবাজার মিসকিন শাহ (রঃ) মাজারে অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মুসাফির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মুহাম্মদ মহরম হোসাইন এর নেতৃত্বে খাবার বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসাফিরের যুগ্ন আহবায়ক ও চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, সমাজসেবক গোলাম মোস্তফা, স্পিকার কাউন্সিল বাংলাদেশ সিইও ইমরান আহমেদ, মহানগর যুবলীগ নেতা সাহেদ হোসেন টিটু, সাংবাদিক গোলাম সরোয়ার, শেখ মোরশেদ আলম, আমান উল্লাহ বাদশা, মুসাফিরের সদস্য আকলিমা আক্তার মনি, অমিত মজুমদার নয়ন, শাহদাত টিপু, মোঃ মাহাদি হাসান, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ ইরফান মোল্লা প্রমূখ। এসময় মুসাফির এর পক্ষ থেকে শতাধিক ভাসমান অসহায় মানুষের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়। প্রসঙ্গত চলমান করোনার লকডাউনে প্রতিদিনই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মুসাফির শতাধিক ও অর্ধ শতাধিক ভাসমান মানুষদের মাঝে খাবার বিতরণ করছেন।