‘মাদকের প্রভাবে নষ্ঠ হতে থাকে আমাদের সকল সম্ভাবনার দুয়ার’

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন বলেছেন বাবা-মায়ের আন্তরিক আচরণই পারে সন্তানদের মাদক থেকে দূরে রাখতে এবং একটি সুস্থ ও উদ্যমী তরুণ সমাজ গড়ে তুলতে। মাদকদ্রব্য থেকে তরুণদের দূরে রাখতে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে তার পরিবারকে। সন্তান কার সাথে মেলামেশা করছে তা নিশ্চিত করাও বাবা-মায়ের অন্যতম দায়িত্ব। তিনি আজ সোমবার সকালে পাহাড়তলী ওয়ার্ডের উদ্যোগে টাইগারপাস বহুমুখি উচ্চ বিদ্যালয়ে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশে একথা বলেন। ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভ্যাটেনারী এনিমেল এন্ড সায়েন্স এর ভিসি অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ, চসিক আইন শৃংখলা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর এইচ.এম.সোহেল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, চসিক নিবার্হী ম্যাজিষ্টেট আফিয়া আকতার,স্পেশাল ম্যাজিষ্ট্রেট জাহানারা ফেরদৌস। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টাইগারপাস বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ ভূইয়া, সাধারণ সম্পাদক কায়সার মালীক, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আল্লাহ বক্স, শিক্ষা বোর্ডের সাবেক উপ সচিব প্রফেসর ফরমজুল হক, রেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, তালিমুল কোরান কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা আবু তৈয়ব, মো. মহসিন, বাবু মৃনাল কান্তি দাশ প্রমূখ। সিটি মেয়র আরো বলেন বর্তমানে অনেক তরুণ-তরুণী মাদকাসক্ত হয়ে পড়েছে। যা আমাদের সকলকে ভাবিয়ে তুলছে। মাদক শারীরিক ক্ষতিই নয়,মাদক ধীরে ধীরে আমাদের আর্থিক ও মানসিক অবস্থারও ক্ষতিসাধন করে থাকে। মাদকের প্রভাবে নষ্ঠ হতে থাকে আমাদের সকল সম্ভাবনার দুয়ার। যে সম্ভাবনা নিয়ে একজন তরুণের পথচলা শুরু হয়,মাদকের কারণে ব্যাহত হয় সেই সম্ভাবনা। মাদকের কারণে পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলোও ক্ষতিগ্রস্থ হয়। জঙ্গিবাদ,সন্তাস ও দুর্নীতির কথা উল্লেখ করে সিটি মেয়র বলেন এগুলো সমাজের মরণ ব্যাধি। দেশকে এই ব্যাধি থেকে মুক্ত করতে হবে। তাই সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে। এই প্রসংগে মেয়র বলেন এদেশে আমরা জম্মগ্রহন করেছি। এটা আমাদের প্রানপ্রিয় দেশ। আমাদের মধ্যে ধর্ম,বর্ণ,ও রাজনীতিতে বিভেদ থাকবে এটা নিষ্ঠুর বাস্তবতা। এর বাইরে আমরা এদেশের নাগরিক। এদেশকে বসবাসযোগ্য ও বিশ্বমানের গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। একে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার সরকারে একার পক্ষে সম্ভব নয়। সকল নাগরিককে অর্থবহ দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে সমাজের মরণ ব্যাধি মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ এবং দুনীতির হাত থেকে দেশের যুব সমাজকে মুক্ত করতে হবে। তিনি চট্টগ্রামে সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক ও দুর্নীতি বিরোধী সমাবেশে কথা উল্লেখ করে বলেন দেশের আনাচে-কানাচে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ লেলিহান শিখা যখন ছড়িয়ে পড়ছে,তখনতো স্থানীয় সরকারের একটি প্রতিষ্ঠান হিসেবে সিটি কর্পোরেশন চুপ-চাপ করে বসে থাকতে পারে না। তাই জনগুরুত্ব ও বিবেকের তাড়নায় ২০১৭ সালে ওয়ার্ড ভিত্তিক সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সভা – সমাবেশ শুরু করি। এখন পর্যন্ত ৩১টি ওয়ার্ডে সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদকের বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সংশ্লিষ্ঠ ওয়ার্ড কাউন্সিলরকে আহবায়ক করে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, রাজনীতিক, প্রকৌশলী, ডাক্তার, শিক্ষক, মসজিদের ইমাম,পুরোহিতসহ সর্বস্তরের জনগনকে নিয়ে এ কমিটি গঠনের আহবান জানান মেয়র।