কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কর্ণফুলী পেপার মিলসকে বাঁচিয়ে রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের বিকল্প নেই। বিএনপি সরকার ক্ষমতায় আসলে কেপিএম এর উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি সরকারকে ক্ষমতায় আনার আহবান জানানো হয়।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধায় কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ) এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে বক্তারা এই কথা বলেন। এসময় অতিথিরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। এসময় স্মরণ করেন বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ বিএনপি নেত্রী খালেদা জিয়াকে। বক্তারা বলেন, বর্তমানে পিতা ও মাতার আদর্শ নিয়ে শহীদ জিয়ার সন্তান তারেক রহমান দেশের জন্য অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন। আগামী নির্বাচনে বিএনপিকে জয় করে ক্ষমতায় আনার আহবান জানানো হয়।
কেপিএম কলাবাগানস্থ সিবিএ কার্যালয়ে উক্ত সভায় সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি মোঃ আবদুল রাজ্জাক।
এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডাঃ রহমত উল্লাহ, জেলা বিএনপি যুগ্ন সম্পাদক দিলদার হোসেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবকদল সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, রাঙামাটি জেলা শ্রমিকদলের সহ-সভাপতি আনিসুর রহমান, উপজেলা মহিলা দল সভাপতি নুর নাহার বেগম, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জাকির হোসেন,উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু। ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহবায়ক শহীদুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দল রাঙামাটি জেলার যুগ্ন আহবায়ক রাকিব হাসান মঈন, কর্ণফুলী কলেজ ছাত্রদল সভাপতি ফাহিম শাহরিয়া, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদল সাংগঠনিক সম্পাদক সিজান আহমেদ সাগর প্রমুখ।
উক্ত আলোচনা সভায় কেপিএম এর শ্রমিক, কর্মচারী সহ কাপ্তাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











