এফএ কাপ: আগুয়ারার নৈপুণ্যের জয়ে সেমিতে সিটি

প্রতিপক্ষের শনিবার বাংলাদেশ সময় রাতে প্রথমার্ধে দুই গোল হজম করে বিপদে পড়েছিল ম্যানচেস্টার সিটি। শুধু তাই-ই নয় একটা সময় তো হারের শঙ্কাও ভর করেছিল পেপ গার্দিওলার শিষ্যদের উপর। শেষ পর্যন্ত তেমনটি হতে দেননি সার্জিও আগুয়েরো। তার নৈপুণ্যে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর জয় নিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে ইংলিশ জায়ান্টরা।

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে শনিবার সোয়ানসি সিটির বিপক্ষে ৩-২ গোলে জিতে সিটি।

শুরু থেকে সোয়ানসির বিপক্ষে বল দখলে লড়াইয়ে বেশ এগিয়ে ছিল সিটি। কিন্তু বিরতির আগে সাফল্যের দেখা পায়নি তারা। উল্টো ২০তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার ম্যাট গ্রিমসের স্পট কিকে এগিয়ে যায় সোয়ানসি। এর ১০ মিনিট পর আবারও গোল হজম করে সিটি। ২৯তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন বেসাত সেলিনা। তাতে দারুণ হতাশ হয়ে পড়েন গার্দিওলার শিষ্যরা। তবে হাল ছেড়ে দেননি।

বিরতির পর ম্যাচে ফিরতে জোর চেষ্টা চালায় সিটি। কিন্তু তেমন সুযোগ তৈরি করতে পারছিলো না ইংলিশ লিগ চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত আক্রমণের ধার বাড়াতে রাহিম স্টার্লিং ও সার্জিও আগুয়েরোকে নামান কোচ গার্দিওলা। তাতে দ্রুত সফল্য পায় দলটি। ৬৯তম মিনিটে বের্নার্দো সিলভার গোলে লড়াইয়ে ফেরে সিটি। এরপর ৭৮তম মিনিটে সৌভাগ্যসূচক গোলে সমতায় ফেরে অতিথিরা। স্টার্লিং ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে প্রচণ্ড চাপ বাড়ানো সিটি ৮৩তম মিনিটে কয়েক সেকেন্ডের ব্যবধানে সোয়ানসি গোলরক্ষকের দৃঢ়তায় দুবার গোলবঞ্চিত হয়। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে গোল করে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন আগুয়েরো। বের্নার্দো সিলভার ক্রসে ডাইভিং হেডে জয়সূচক গোলটি করেন তিনি।

অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ওয়াটফোর্ড।