বাংলাদেশ নৌবাহিনীর প্রধান আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী ‘অ্যাডমিরাল’ পদে পদোন্নতি লাভ করেছেন।
আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে অ্যাডমিরাল র্যাংক পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌবাহিনী প্রধান আওরঙ্গজেব চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তার সাফল্য কামনা করেন।
এর আগে ২০ জানুয়ারি নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান আওরঙ্গজেব চৌধুরী। এর পর ২৬ জানুয়ারি ভাইস অ্যাডিমিরাল হিসেবে পদোন্নতি নিয়ে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব নেন তিনি।
আওরঙ্গজেব চৌধুরী এর আগে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।