গ্রেফতারের পর মহসিন তালুকদারকে সিলেটে র্যাব-৯’এর হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হচ্ছে
অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসীন তালুকদারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের রনসী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহসিন তালুকদার (২৫) সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়া এলাকার আজাদ বক্সের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর মহসিন তালুকদারকে সিলেটে র্যাব-৯’এর হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তিনি।











