করোনার সময়ের ধাক্কা কাটিয়ে টানা তিন মাস ধরে দেশে মোট মোবাইল সংযোগ বেড়ে চলেছে।
সোমবার প্রকাশিত বিটিআরসির সর্বশেষ সেপ্টেম্বর মাসের হিসাবে দেশে মোবাইল সংযোগ দাঁড়িয়েছে ১৬ কোটি ৭১ লাখ ৯ হাজার।
আগস্ট মাসে এই সংখ্যা ছিল, ১৬ কোটি ৬০ লাখ ২৮ হাজার। জুলাইতে ১৬ কোটি ৪২ লাখ ৮২ হাজার।
এর আগে জুন মাসে সংযোগ ছিল ১৬ কোটি ১২ লাখ ৯৫ হাজার যা মে মাসের সংযোগের চেয়ে কয়েক লাখ কম ছিল। মে মাসে ছিল ১৬ কোটি ১৫ লাখ ৬ হাজার।
মোবাইল ফোন অপারেটরগুলো করোনার ধাক্কা কাটিয়ে জুলাই মাস হতে সংযোগে এগুতে শুরু করে।
সর্বশেষ সেপ্টেম্বরের হিসাবে, গ্রামীণফোনের রয়েছে ৭ কোটি ৭৫ লাখ ৯২ হাজার সংযোগ, রবির ৫ কোটি ১ লাখ ২৬ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার এবং টেলিটকের ৪৬ লাখ ১২ হাজার।