ভারত ব্যর্থ হলে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হবে শ্রীলঙ্কা অথবা আরব আমিরাত

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত। আর চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব আসর আয়োজিত হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে ২০২২ সালে নেয়া হয়েছে। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি কোন কারণে ভারতে আয়োজনে বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে ম্যাচগুলো হবে শ্রীলঙ্কা অথবা আরব আমিরাতে। ক্রিকেটভিত্তিক ওয়েব পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে লিখেছে, ‘করোনা পরিস্থিতির কারণে ভারত যদি ২০২১ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে ব্যর্থ হয় তাহলে আসরটি মাঠে গড়াবে বিকল্প ভেন্যু শ্রীলঙ্কা অথবা আরব আমিরাতে।’

ক্রিকেটের বৈশ্বিক আসরের বিকল্প ভেন্যু প্রস্তুত রাখাটা স্বাভাবিক ঘটনা। ভারতের করোনা পরিস্থিতি বর্তমানে বিশ্বের মধ্যে তৃতীয় ভয়াবহ। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর সবচেয়ে বেশি কভিড-১৯ আক্রান্ত দেশের তালিকায় রয়েছে ভারতের নাম। ক্রিকইনফো লিখেছে, এই বিষয়টা ভাবনায় রেখে তাই আগেভাগেই বিকল্প ভেন্যু ঠিক করে রাখল আইসিসি।

করোনার জেরে আইপিএলের ত্রয়োদশ আসর অনুষ্ঠিত হচ্ছে আরব আমিরাতে। গত মার্চ থেকে ভারতে বন্ধ রয়েছে সবধরনের খেলাধুলা।।