বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের জন্য আরো সময় নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার সাংবাদিকদের একথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। দেশের করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিপিএল আয়োজন নিয়ে চিন্তা করতে চায় না বিসিবি।
জালাল ইউনুস বলেন, বিপিএলকে ঘরোয়া টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করছি। এখানে অনেক আন্তর্জাতিক ক্রিকেটার এসে খেলেন। যে পরিস্থিতি, তাতে এখন আন্তর্জাতিক ক্রিকেটাররা আসবে কি না সেটা বড় প্রশ্ন।
তিনি আরো বলেন, ফ্রাঞ্চাইজিরা প্রস্তুত কি না সেটাও জানা জরুরি। আগস্ট মাস যাক। সেপ্টেম্বরে আমরা চিন্তা-ভাবনা করবো। ডিসেম্বর-জানুয়ারিতে আমাদের স্লট আছে। সেখানে আমরা আয়োজনের চেষ্টা করবো।