বাড়ির ভেতর তিনজনের হাত বাঁধা ঝুলন্ত মরদেহ

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বাড়ি থেকে একই পরিবারের ৩ জনের হাত বাঁধা ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। নিহতরা স্বামী-স্ত্রী ও তাদের কন্যা।

আজ শুক্রবার সকালে মঠবাড়িয়ার ধানিসাফা ইউনিয়নের নাগড়াভাঙ্গা গ্রামে ওই পরিবারের তিন সদস্যের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

নিহতরা হলেন- আয়নাল হক (৩৫), তার স্ত্রী খুকুমনি (২৫) ও ৩ বছর বয়সী মেয়ে আসফিয়া।

স্থানীয়রা ধারণা করছেন, গতরাতের যেকোনো সময়ে তাদের বেঁধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের ঘরের ভেতর প্রবেশের জন্য সিঁদ কাটা থাকায় বহিরাগতরা প্রবেশ করেছিল বলে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্ত ও সুরাতহাল রিপোর্টের পর আরও ভালোভাবে বোঝা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সূত্র।