চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কধুরখীল এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
আকটকৃত স্বেচ্ছাসেবকলীগ নেতার নাম আসাদুজ্জামান রিংকু (৪১)। সে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও কধুরখীল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। তিনি পূর্ব কধুরখীল ৩ নম্বর ওয়ার্ডের লিয়াকত আলীর ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার গণমাধ্যমকে বলেন, অভিযান পরিচালনা করে স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ৯ অক্টোবর দায়েরকৃত একটি মামলা রয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি গোলাম সরোয়ার।