নিজ দেশের ক্রিকেট বোর্ডের করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার কাশিফ ভাট্টি। কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) করোনা পরীক্ষায় তিনি পজিটিভ হন। তাই বাধ্য হয়ে তাঁকে সেল্ফ-আইসোলেশনে যেতে হয়েছে। আইসোলেশন শেষে দুবার কাশিফ ভাট্টির করোনা পরীক্ষা করে ইসিবি। দুবারই তাঁর নেগেটিভ রিপোর্ট এসেছে।
ইসিবির এক মুখপাত্র বলেন, ‘কাশিফ ভাট্টির দুটি করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে। তাই অন্য খেলোয়াড় ও স্টাফদের সংক্রমিত হওয়ার শঙ্কা নেই। সে দলের সঙ্গে যোগ দিতে পারবে।’
ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের জন্য সফরে যাওয়ার আগে পাকিস্তানের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়। প্রথম দুই দফায় করোনা পজিটিভ আসে কাশিফ ভাট্টির। তাকে যেতে হয় কোয়ারেন্টিনে। পরবর্তীতে আরও দুই বার করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে ইংল্যান্ডে যাবার সুযোগ পান কাশিফ ভাট্টি। তখন তার সফরসঙ্গী ছিল হায়দার আলী, ইমরান খান ও দলের স্টাফ মালাং। তাদেরও কাশিফ ভাট্টির মতো পিসিবির করা প্রথম দফার করোনা পরীক্ষা পজিটিভ এসেছিল।