বিশ্বকাপজয়ী ফুটবলার জ্যাক চার্লটন আর নেই

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার জ্যাক চার্লটন আর নেই। গতকাল শুক্রবার নর্দাম্বারল্যান্ডে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন চার্লটন। এরপর গত বছর ক্যানসার ধরা পড়ে তাঁর। মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন রিপাবলিক অব আয়ারল্যান্ডের সাবেক এই কোচ।

১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন চার্লটন। সেই আসরে খেলেছিলেন তাঁর ছোট ভাই কিংবদন্তি ফুটবলার ববি চার্লটনও। সেবার ফাইনালে ওয়েম্বলিতে পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জয় করে ইংল্যান্ড। ইংলিশ জাতীয় দলে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলতেন লিডস ইউনাইটেডের এই খেলোয়াড়।

দেশের হয়ে ৩৫টি ম্যাচ খেলছেন চার্লটন। এরপর ক্লাব ফুটবল ক্যারিয়ার পার করেছেন লিডসে। ক্লাবটির হয়ে অনেক শিরোপা জেতেন তিনি।

ফুটবলকে বিদায় জানানোর পর সফল ম্যানেজার হয়ে ওঠেন চার্লটন। কোচিং ক্যারিয়ারে শেফিল্ড ও নিউক্যাসল ইউনাইটেডসহ কয়েকটি ক্লাবে দায়িত্ব পালন করেন এই সাবেক তারকা ফুটবলার।