খ্যাতনামা চিকিৎসক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের জনপ্রিয় শিক্ষক অধ্যাপক ডাঃ সমিরুল ইসলাম বাবুর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন পেশাজীবী সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ । সংগঠনের সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, প্রফেসর ডা. সমিরুল ইসলামের মৃত্যুতে চট্টগ্রাম তথা সারা দেশের চিকিৎসা প্রার্থীদের অপূরণীয় ক্ষতি হযয়েছে । শিক্ষক হিসেবেও তিনি ছিলেন অত্যন্ত নিবেদিত । পরোপকারী ও মানবিক সেবাদানকারী এই চিকিৎসকের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান পেশাজীবী সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ।
খবর বিজ্ঞপ্তির