লোহাগাড়ার বড়হাতিয়ায় আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্টাবার্ষিকী পালিত

চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্টাবার্ষিকী পালন করেছে বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে এ উপলক্ষে বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নিজ বাড়ী প্রাঙ্গনে অনুষ্টিত হয়। প্রবীণ আওয়ামী লীগ নেতা বাহাদুর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া। এতে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা সামশুল আলম, আলহাজ্ব মাস্টার মোস্তাক আহমদ, মোজাম্মেল হক, জিয়াবুল হক, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, যুবলীগ নেতা মোহাম্মদ ইকবাল, আবছার আহমদ মানিক, ছাত্রলীগ নেতা সাজ্জাদ ও মিজান প্রমুখ।
আলোচনা সভাশেষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে ২৫০০ পিস মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ##
ছবি : লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি বিজয় কুমার বড়ুয়া।