দিল্লিতে সংঘর্ষের সময় গ্রেপ্তার করা জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির ছাত্রী সফুরা জারগারকে (২৭) মানবিক কারণে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। সফুরা অন্তঃসত্ত্বা বলে তাকে এ জামিন দিয়েছে আদালত। তাকে বলে দেয়া হয়েছে, জামিনে থাকা অবস্থায় তিনি যেন এমন কোনো কর্মকান্ডে যুক্ত না হন, যা তদন্তকে বিঘিœত করে। এমনকি তিনি অনুমতি ছাড়া দিল্লির বাইরে যেতে পারবেন না। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে যখন ভারতে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তখন জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির এই ছাত্রীও তাতে যোগ দিয়েছিলেন। তাকে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের সময় তিনি ছিলেন অন্তঃসত্ত্বা।
তাকে ১০ই এপ্রিল গ্রেপ্তার দেখানো হয়। তাকে জামিন দেয়া হয়েছিল এর আগে। কিন্তু আইন বহির্ভূত কর্মকান্ড প্রতিরোধ বিষয়ক আইনের অধীনে বেশ কিছু অভিযোগে তাকে আবার গ্রেপ্তার দেখানো হয়েছে। এই গ্রেপ্তারের কড়া নিন্দা জানিয়েছেন শিক্ষার্থী ও অধিকারকর্মীরা। তাকে জামিন দিয়ে আদালত একজন তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কমপক্ষে ১৫ দিনে একবার ফোনে যোগাযোগ রাখতে নির্দেশনা দিয়েছে। জামিয়া বিশ্ববিদ্যালয়ের এমফিলের এই ছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা। মানবতার কারণে তার জামিন আবেদনের বিরোধিতা করেন নি সলিসিটর জেনারেল তুষার মেহতা। তবে সোমবার তার জামিন আবেদনের বিরোধিতা করে পুলিশ। তারা জানায়, সফুরার অন্তঃসত্ত্বার সঙ্গে তার অপরাধের তুলনা চলে না।