নাঈমুল মাসুম’র কবিতা: নিহত নক্ষত্র এবং অন্যান্য

নিহত নক্ষত্র

আমি ফুরিয়ে যাওয়া আলো,
জল জোছনার গল্প লিখি!
তন্দ্রাঘোরে রুঢ় রাত্রিতে হাঁটি।
জীবন অনাসক্ত একমুঠো জল,
নিহত নক্ষত্র খুঁজি।
অন্ধবিশ্বাস প্রতারণায়, শুন্য নিরাবেগ জল!
আমি বিহবলের গান,শব্দহীন নি:সংগ।
বেদনা বিষাদ ইথারে,
গোধূলী মাখা সন্ধ্যা হবো।

ক্লান্ত বিকেল

দূর মেঠোপথ,
নীল গগন
অদৃশ্য মণিহার!
নীলিমার রোদন।
ক্লান্ত বিকেল,
অস্থির সময়!
গোধূলী লগ্নে,
ভালোবাসা ম্লান।
নস্ট নীড়,
এখন ঠিকানাহীন।

তারার কান্না

ভালোবাসা তারাদের কান্না,
মৃত মাছের স্বপ্ন!
আহত কুয়াশার গান,
ঝরা পাতার দীর্ঘ দহন!
একুল ওকুলের
তরঙ্গ বিধ্বস্থ সমুদ্রের স্রোত।

রাতের নির্জনে

নীল মণিহার লুকিয়ে আছে,
প্রেম, ক্ষয় আশ্রয় বেদনার মাঝে।
নির্বাক পাতায় ঝরে আশা
রাতের নির্জনে!
বিষন্ন বালুচরে চলে চোরাবালির খেলা।
এই সময়,এই ক্রান্তিকাল,
নতুন ভোরের আগে শেষ প্রহরকাল।

দুঃখ দাহের দিন

আজ দুঃখ দাহের দিন,
বেদনারা হয় বিলীন!
তবুও হয় সকাল,
ভাংগা ডানা স্বপ্ন উড়ায়।