গাউসিয়া কমিটির উদ্যোগে করোনায় মৃতদের দাফন-কাফন

করোনা মহামারীর প্রকোপ দ্রæতই বৃদ্ধি পাচ্ছে। দিন দিন আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়ার সাথে সাথে প্রয়োজনীয় চিকিৎসা সেবারও ঘাটতি দেখা যাচ্ছে। বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অনেকেই। এ কঠিন সময়ে জাতিকে বাঁচাতে প্রয়োজন সম্মিলিত মানবিক উদ্যোগ। সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোগেও করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়ার মত পরিবেশ তৈরি করতে সমাজের সচেতন মহল এগিয়ে আসতে হবে। ২২ জুন সোমবার বিকালে নগরীর বহদ্দারহাটস্থ আর.বি কনভেনশনে গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে করোনায় মৃত্যুবরণকারীদের লাশ দাফন-কাফন কার্যে সুরক্ষা সামগ্রী সরবরাহ কার্যক্রমে কাতার সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে প্রদানকৃত সুরক্ষা সামগ্রী গ্রহণের সময় গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ এসব কথা বলেন। করোনা রোগীদের জন্য গাউছিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে অক্সিজেন সরবরাহ ও আইসোলেশন সেন্টার তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, আলহাজ¦ মাহবুবুল আলম, মহাসচিব শাহাজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব আ্যডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, উত্তর জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক আবু তালেব বেলাল, আলহাজ¦ মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ সালামত আলী, সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ আবছার, যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুহাম্মদ ইছমাইল, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক টীম এর প্রধান সমন্বয়ক আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী হাসান, যুবনেতা মুহাম্মদ আমান উল্লাহ আমান, মুহাম্মদ শহীদ, ছাত্রনেতা মুহাম্মদ আবদুল্লাহ আল রোমান প্রমুখ।