চট্টগ্রাম নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ড এলাকায় আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ হতে বিনামূল্যে মাহামারী করোনায় আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেনসহ সিলিন্ডার প্রদান করছে।
ফাউন্ডেশনের পরিচালক সাবেক মেয়র এম মঞ্জুর আলমের সার্বিক ব্যবস্থাপনায় মুরাদপুর শহীদ জানে আলম সকড়স্থ স্থানীয় সমাজসেবক মো. নুরুল আজিম ও তরুণ সমাজসেবক মো. নুরুল আমিন মনি’র তদারকীতে ওয়ার্ডে করোনা আক্রান্ত শ্বাস কষ্ট রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবা কার্য্যক্রম অব্যাহত রযেছে।
তারই অংশ হিসেবে গতকাল ২০ জুন সকালে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার প্রদান করছেন দায়িত্বপ্রাপ্ত মো. নুরুল আজিম ও মো. নুরুল আমিন মনি।
উল্লেখ্য যে. মুরাদপুর, নাছিরাবাদ, শুলকবহর, পাঁচলাইশ, সুগন্ধ আ/এ, পিলখানা, বাদুরতলা, চশমা হিল মেয়র গলিসহ পুরো শুলকবহর ওয়ার্ডের যে কোন পরিবারের প্রয়োজন হলে অক্সিজেন সিলিন্ডার পাবেন বিনামূল্যে। সাথে করে সিলিন্ডার নিয়ে যেতে প্রয়োজন হবে জাতীয় পরিচয় পত্র।
ফোন করতে পারেন ০১৬১৯৮৯৪৮৮৮ ও ০১৮১৩২৫৪২১৭ নম্বারে। অথবা হাজ্বী সেকান্দর মিয়া বিল্ডিং, ১২০/২৪৪ সিডিএ এভিনিউ (ফরেস্ট গেইটের বিপরীতে)শহীদ জানে আলম সড়ক, মুরাদপুর, চট্টগ্রাম এই ঠিকানায়ও যোগাযোগ করতে পারেন।