করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নাফিস

করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার, বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল।

শনিবার (২০ জুন) সকালে তার পরিবারের একজন সদস্য বিষয়টি  নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই সদস্য জানান, কয়েকদিন আগে নমুনা পরীক্ষায় নাফিস ইকবালের করোনা পজেটিভ আসে।

‘তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। শারীরিকভাবে সুস্থ আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন।’

৩৪ বছর বয়সী নাফিস ইকবাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে সংস্করণের বর্তমান অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই।

২০০৩ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে অভিষেক হয় নাফিস ইকবালের।

মাত্র আড়াই বছরের ক্যারিয়ারে দেশের হয়ে ১১টি টেস্ট এবং ১৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।