কাপ্তাই এ আরো ৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

 

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই কাপ্তাই: উপজেলায় মঙ্গলবার (১৬ জুন) ১ জন পুলিশ সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর পর বুধবার(১৭ জুন) আরো ৪ জন পুলিশ সদস্যের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগ। করোনা পজিটিভ আসা রিপোর্টে এই পুলিশ সদস্যরা সকলেই কাপ্তাইয়ের ওয়াগ্গা পাগলী পাড়া ক্যাম্পে কর্মরত আছেন। কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, গত ১১ জুন তাদের সেম্পল কালেকশন করে চট্টগ্রামে পাঠানো হয়েছিল এবং প্রাপ্ত রিপোর্টে উক্ত পুলিশ সদস্যদের করোনা পজিটিভ এসেছে। তারা সকলেই ওই ক্যাম্পে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সংস্পর্শে থাকায় সন্দেহবশত তাদের নমুনা নেওয়া হয়। কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যরা বর্তমানে সুস্থ আছেন এবং তাদেরকে রাঙামাটি জেলা পুলিশ লাইন হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে। এই নিয়ে ওই ক্যাম্পর ৯ জন পুলিশসহ কাপ্তাইয়ে সর্বমোট ২৭ জন করোনায় আক্রান্ত হলো।