বাংলাদেশের অনূর্ধ উনিশ অধিনায়ক তিক্ততা ভুলতে চান

বাংলাদেশের অনূর্ধ উনিশ ক্রিকেট দলের বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক আকবর আলি ভারত – বাংলাদেশ ক্রিকেটের তিক্ততা ভুলতে চান। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া একটি সাক্ষাৎকারে আকবর আলি জানিয়েছেন যে বিদেশের মাটিতে অনূর্ধ উনিশ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের শেষে ভারত ও বাংলাদেশের ক্রিকেটোরদের হাতাহাতি করার ঘটনা এখন ইতিহাস। তাই, ওই তিক্ততা ভোলাই উচিত। উল্লেখ্য, অনূর্ধ উনিশ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ ভারতকে হারানোর পর দু দেশের খেলোয়াড়রাই মাঠের মধ্যে প্রকাশ্যে মারপিট করেন। আকবর আলি সেদিনের ঘটনার কথা উল্লেখ করে বলেন, সেদিন দুদলের খেলোয়াড়রাই খুব আবেগদৃপ্ত হয়ে পড়েছিল। তাই, উত্তেজনা ধরে রাখতে পারেনি। পরদিন কিন্তু দু দলের খেলোয়াড়রাই একসঙ্গে ব্রেকফাস্ট করে। আকবর আলি তাই সেদিনের কথা মনে রাখতে চাননা।

বরং তিনি মনে রেখেছেন বিশ্বকাপ নিয়ে ঢাকা বিমানবন্দরে নামার পর সারা দেশের উষ্ণ স্বাগত জানানোর কথা। আকবর জানালেন, স্মৃতি শত সুখের। তিনি এই কথা মনে রাখেন। নিয়মিত আই পি এল দেখেন আকবর। ভবিষ্যতে আই পি এলে খেলতেও চান। প্রিয় ক্ৰিকেটার বাংলাদেশের সাকিব আল হাসান ও ভারতের মহেন্দ্র সিং ধোনি। সাকিব বিশ্বের অন্যতম সেরা আর ধোনি বিশ্বের অন্যতম সেরা গেম চেঞ্জার। বলেছেন আকবর আলি।