মিরসরাইয়ে মহিলা ভোটারদের নিয়ে বিএনপির নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিনকে বিজয়ী করার লক্ষ্যে মহিলা ভোটারদের নিয়ে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বারইয়ারহাট খাঁন সিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও সদস্য সচিব কমিশনার নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব জসীম উদ্দিন কমিশনার। প্রধান বক্তা ছিলেন ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক। আরো বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন ভেন্ডার, নজরুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরান সরোয়ার্দী, জহিরুল হক খোন্দকার, সেলিম উদ্দিন হাজারী, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, বারইয়ারহাট বাজার উন্নয়ন কমিটির সভাপতি মো. আলমগীর, বিএনপি নেতা মোশারফ হোসেন, মোজাম্মেল হোসেন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আবছার মিয়াজী, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি নেতা হাসানুজ্জামান সানি সহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনে নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বিগত ১৭ বছর অনেক মা সন্তান হারিয়েছে, অনেক স্ত্রী স্বামী হারিয়েছে, অনেক বোন ভাই হারিয়েছে। আওয়ামী লীগের অত্যাচারে অনেকে বাড়ি ঘরে থাকতে পারেনি। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সবাই বাড়ি-ঘরে থাকতে পারছে। আগামীতে সুন্দর, উন্নয়নশীল, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মিরসরাইয়ে নুরুল আমিনকে বিজয়ী করতে হবে।