তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরিতে রাজশাহীর ১৭৪, ফাইনালে চ্যালেঞ্জিং লক্ষ্য

বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে আগে ব্যাট করে ১৭৪ রানের সংগ্রহ গড়ে তুলেছে রাজশাহী ওয়ারিয়র্স। চাপের ম্যাচে অসাধারণ দৃঢ়তা ও আগ্রাসনের মিশেলে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন রাজশাহীর ওপেনার তানজিদ হাসান তামিম।


টসে হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী শুরুটা করে সতর্কভাবে। ওপেনিং জুটিতে সাহিবজাদা ফারহান ও তানজিদ সময় নিয়ে ইনিংস গড়তে থাকেন।পাওয়ারপ্লের ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪০ রান তোলে দলটি। শুরুতে ফারহান তুলনামূলক ধীরগতিতে খেললেও তানজিদ ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন।
ইনিংসের মাঝখানে তানজিদের ব্যাটে আসে গতি। অন্য প্রান্তে ফারহান দায়িত্বশীল ব্যাটিং করে ৩০ বলে ৩০ রান করার পর ৮৩ রানে ফিরে যান।

তিন নম্বরে নেমে অভিজ্ঞ কেন উইলিয়ামসন ইনিংসকে এগিয়ে নিতে থাকেন। এরই মধ্যে নিখুঁত টাইমিং ও বাউন্ডারির মিশেলে নিজের ফিফটি পূর্ণ করেন তানজিদ।
অর্ধশতক ছোঁয়ার পর আরও ভয়ংকর হয়ে ওঠেন এই বাঁহাতি ওপেনার। চার ও ছক্কায় চট্টগ্রামের বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত এগোতে থাকেন সেঞ্চুরির পথে।

উইলিয়ামসন ১৫ বলে ২৪ রান করে ১৩০ রানে আউট হলেও তানজিদের তাণ্ডবে থামেনি রাজশাহী।
শেষ পর্যন্ত ৬১ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তানজিদ হাসান তামিম। ইনিংসটি শেষ হয় ৬২ বলে ঠিক ১০০ রান করে তার বিদায়ে। যেখানে ছিল একাধিক দৃষ্টিনন্দন চার ও ছক্কা। এরপর জিমি নিশাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শেষ দিকে দ্রুত রান তুলতে মনোযোগ দেন।

শান্ত ৭ বলে ১১ রান করে শেষ বলে আউট হন, নিশাম ৬ বলে ৭ রান করে অপরাজিত থাকেন।
নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনালের মঞ্চে তানজিদের সেঞ্চুরি ভর করে শিরোপা লড়াইয়ে চট্টগ্রাম রয়্যালসের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল রাজশাহী।