চ্যাম্পিয়নস লিগ: মার্সেইকে হারিয়ে শীর্ষ আটে শক্ত অবস্থানে লিভারপুল

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ফর্ম ধরে রাখল লিভারপুল। বুধবার রাতে ফ্রান্সে লিগ ওয়ানের ক্লাব মার্সেইকে ৩-০ গোলে হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকল ইংলিশ জায়ান্টরা। এই জয়ে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের আগেই শেষ ষোলোতে সরাসরি জায়গা করে নেওয়ার পথে বড় সুবিধা পেল আর্নে স্লটের শিষ্যরা।
ডোমিনিক সোবোসলাই ও কোডি গাকপোর নৈপুণ্যে ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই লিভারপুলের হাতে ছিল।

এর মাঝে মার্সেই গোলরক্ষক জেরোনিমো রুলির আত্মঘাতী গোল সফরকারীদের ব্যবধান আরও বাড়িয়ে দেয়। এই জয়ের ফলে লিভারপুলের সংগ্রহ দাঁড়ায় ১৫ পয়েন্ট, যা তাদের গ্রুপের শীর্ষ আটে শক্ত অবস্থান নিশ্চিত করেছে।
হারলেও মার্সেইয়ের ইউরোপীয় স্বপ্ন এখনো পুরোপুরি শেষ হয়নি। ৯ পয়েন্ট নিয়ে তারা এখনও প্লে-অফের দৌড়ে রয়েছে।

শেষ গ্রুপ ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুগার বিপক্ষে ইতিবাচক ফল পেলেই নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে পারবে ফরাসি ক্লাবটি।
অন্যদিকে, শেষ ম্যাচে আজারবাইজানের কারাবাগের বিপক্ষে ঘরের মাঠে খেলবে লিভারপুল। সেই ম্যাচে জয় পেলেই কোনো হিসাব-নিকাশ ছাড়াই শেষ ষোলোর টিকিট নিশ্চিত হবে প্রিমিয়ার লিগের দলটির।

মৌসুমের শুরুতে কিছুটা ছন্দ হারালেও সাম্প্রতিক ম্যাচগুলোতে লিভারপুলের পারফরম্যান্সে আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক মানসিকতার স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে।

বিপরীতে, ইউরোপের বড় মঞ্চে মার্সেই আবারও নিজেদের সীমাবদ্ধতা আড়াল করতে ব্যর্থ হয়েছে।