বোয়ালখালীতে পিসি সেন সারোয়াতলী হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মো. কামরুল হাসান’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান ফারুকী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার মল্লিক ও অভিভাবক নজরুল ইসলাম।
ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মো. ইব্রাহিম। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেন শিক্ষক তিলেশ পারিয়াল, রুপম কান্তি নাথ, আনিসুর রহমান, মৌলনা সেলিম শরীফ, শিক্ষিকা সেলিনা আকতার প্রমুখ।
প্রধান অতিথি ডা. জিতি বলেন, মন ও শরীর সতেজ রাখতে হলে ছাত্র-ছাত্রীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে।
সমাপনী দিনে যেমন খুশি তেমন সাজ সহ সর্বমোট ৪১টি ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।












