ধানের শীষ প্রতীকের প্রচারণায় মীর হেলাল

গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে দেশের কাঙ্খিত পরিবর্তন ও শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৫ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার পথসভায় তিনি এ আহ্বান জানান।

বুড়িশ্চর আজিজিয়া দরবার শরীফ মাজার জিয়ারত করে সকালে মীর হেলাল তাঁর গণসংযোগ শুরু করেন। পরে তিনি বুড়িশ্চর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এবং শিকারপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

পরে জুমার পর স্থানীয় নিয়ামত আলী সড়ক হতে পুনরায় গণসংযোগ শুরু করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ, উত্তর জেলার সদস্য সচিব মোহাম্মদ আকবর আলী, জাসাস সহ সভাপতি আয়ুব খান হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য ওসমান গনী, শিকারপুর বিএনপির সভাপতি মোহাম্মদ নূরখান, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দীন প্রমুখ।