মিরসরাই প্রতিনিধি: মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, মাসিক মীরসরাই’র প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম মুহাম্মদ নিজাম উদ্দিনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিরসরাই প্রেসক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে নেতৃবৃন্দ উনার কবর জেয়ারত করেন। বাদে আসর ক্লাবের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় সাংবাদিক নিজাম উদ্দিনকে নিয়ে স্মৃতিচারণ করেন মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নিজামুল হক সাদেকী, ক্লাবের সহ-সভাপতি ও মিরসরাই কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারি অধ্যাপক সাইফুল হক সিরাজী, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ¦ ওয়াজি উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আজিজ আজহার, দপ্তর সম্পাদক শাফায়েত মেহেদী ও সদস্য শিহাব উদ্দিন শিবলু।
প্রসঙ্গত : ২০২৩ সালের ১১ জানুয়ারি এই দিনে ৬১ বছর বয়সে চিরবিদায় নেন নিজাম উদ্দিন। প্রথিতযশা এ সাংবাদিককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ। মফস্বলের প্রবীণ এ সাংবাদিক ১৯৬১ সালে জন্ম গ্রহণ করেন মিরসরাই পৌরসভার নাজিরপাড়া গ্রামের মোজাফ্ফর আহম্মদ সওদাগর বাড়িতে। সাংবাদিক হিসেবে সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন রয়েছে তার।












