প্রফেসর ড. মোঃ আবদুল হাকিমের মৃত্যুতে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের শোক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক, বরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. মোঃ আবদুল হাকিম বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। অবসরকালে তিনি তাঁর একমাত্র পুত্রের সঙ্গে কানাডায় বসবাস করছিলেন।

বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী এ শিক্ষকের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় এ শিক্ষকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। এ শিক্ষকের মৃত্যুশোক যাতে শোকাহত পরিবার-পরিজন ধৈর্য সহকারে কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তাঁরা মহান আল্লাহর নিকট দোয়া করেছেন।

শোক বার্তায় আরও বলা হয়, প্রফেসর ড. মোঃ আবদুল হাকিম ছিলেন চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের একজন বরিষ্ঠ শিক্ষক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য, চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন, ইউজিসি প্রফেসর ও সুপারনিউমারারী অধ্যাপক। এছাড়া তিনি চবি সিন্ডিকেট, সিনেটসহ বিভিন্ন পর্ষদে সুনামের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন। তিনি একজন নিষ্ঠাবান শিক্ষাবিদ, অধ্যাপক ও গবেষক হিসেবে সর্বমহলে প্রশংসিত ছিলেন। মেধাবী রাষ্ট্রবিজ্ঞানী এ শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তথা বাংলাদেশের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে যে অবদান রেখে গেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সবাই তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

উল্লেখ্য, বরেণ্য এ শিক্ষাবিদ এক ছেলে অসংখ্য গুণী শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।