শফিউল আলম রাউজান: রাউজানে ভোটারদের মধ্যে শংকা বিএনপি, ইসলামি ফ্রন্ট, জামায়াত ইসলামী, গণসংহতি আন্দোলনের নিজ নিজ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ প্রচারণা চালাচ্ছে।
প্রার্থীদের প্রচরাণায় বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার দু’পুত্র সামির কাদের চৌধুরী, শাকের কাদের চৌধুরী পৃথক পৃথক ভাবে প্রতিদিন সকাল থেকে সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে রাউজানের বিভিন্ন এলাকা হাট বাজার, স্টেশন গুলোতে প্রচারণা চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে ইসলামী ফ্রন্ট সুন্নি জোটের প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী মোমবাতি প্রতীকে ভোট চেয়ে গণসংযোগসহ পথ সভা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে জামায়াত ইসলামিসহ ১০ দলীয় জোটের প্রার্থী শাহাজাহান মঞ্জু দাঁড়িপ্লালা প্রতীকে ভোট চেয়ে রাউজানের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গণসংহতি আন্দোলনের প্রার্থী নাসির উদ্দন তালুকদার মাথাল প্রতীকে ভোট চেয়ে এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।












