কক্সবাজারের হত্যা মামলার প্রধান আসামী পটুয়াখালীতে আটক

কক্সবাজারের পি.এম.খালীতে কৃষিজমির ধান ছাগল খেয়ে ফেলায় বিরোধের জেরে আলোচিত শরীফ হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫ ও র‌্যাব-৮-এর যৌথ আভিযান চালিয়ে পটুয়াখালী জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতের নাম আব্দুল করিম (৩৫)। তিনি পিএমখালীর ছনখোলা উত্তর নয়াপাড়ার আব্দু ছালামের ছেলে।

এর আগে, গত ৩০ নভেম্বর ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে সালিশি বৈঠকে বাকবিতণ্ডার জেরে পিএমখালীর ছনখোলা এলাকায় মোহাম্মদ শরীফকে গুলি করে পালিয়ে যায় আব্দুল করিম। পরে আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আব্দুল করিমকে প্রধান আসামি করে ২ ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

আব্দুল করিমের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি অস্ত্র আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়ে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।