চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আর আওয়ামী লীগ গত ১৬ বছর বিএনপিকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছিল। কারণ বিএনপি এদেশের মানুষের অধিকার আদায়ে, গণতন্ত্র পুন:রুদ্ধারে ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে সোচ্চার ছিল। গত ১৬ বছরের আন্দোলন সংগ্রামে আমাদের অনেক নেতাকর্মী গুম ও খুন হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, হাজার হাজার নেতাকর্মী জেলে গিয়েছেন, অনেকে জেলের মধ্যেও মারা গেছেন। কিন্তু স্বৈরাচারী সরকারের শত জুলুম-নির্যাতন স্বত্তেও কোন নেতাকর্মী দল ছেড়ে যায়নি, রাজপথ ছেড়ে যায়নি। এটিই হলো জনগণের প্রতি বিএনপির নেতাকর্মীদের ভালোবাসা ও দায়িত্ববোধ। যারা ক্ষমতাকে কুক্ষিগত করতে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছিল। জনগণের টুঁটি চেপে ধরে এদেশে দখল, নিপীড়ন, নির্যাতন, গুম ও খুনের রাজত্ব কায়েম করেছিল। বিএনপিকে ধ্বংস করতে গিয়ে তারা নিজেরাই আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।
তিনি আরও বলেন, এদেশের জনগণ আওয়ামী লীগকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। কারণ এদেশের মানুষের সাথে তাদের সম্পর্ক ছিল না। তাদের আনুগত্য ছিল পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে। আমাদের বিশ্বাস বিএনপির প্রতি জনগণের পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে। তাই যতদিন পর্যন্ত মানুষের ভোটের অধিকার আদায় হবেনা আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। অতীতের ন্যয় মানুষের পাশে থাকব। আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে বিএনপি এদেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করবে। কোন ফ্যাসিবাদী গোষ্ঠী যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে পারে সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
২১ মার্চ (শুক্রবার) বিকেলে বোয়ালখালী চরখিজিরপুর ইউনিয়নের হাজী আবুল হোসেন-নুর নাহার উচ্চ বিদ্যালয়ের পুরাতন মাঠে চরখিজিরপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন, কোরআন তেলোয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা উপজেলা বিএনপির আহবায়ক ইসহাক চৌধুরী। চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম কফিল উদ্দিন এর সভাপতিত্বে ও বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুর হোসাইনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদুল আলম, উপজেলা বিএনপি নেতা শওকত আলম, এমদাদ আনসারী, ইউসুফ মাস্টার, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক গোলজার হোসেন,বোয়ালখালী যুবদলের সদস্য সচিব মহসিন খোকন,চট্টগ্রাম জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরেফিন রিয়াদ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল আবসার ফারুকী, হারুনুর রশিদ, আবুল বশর, মহিউদ্দিন, আজগর মেম্বার, আলী আজম, আবদুল কাইয়ুম, আবদুল মান্নান, মনজুরুল ইসলাম মঞ্জু, দেলোয়ার হোসেন দিলু, নুরুল আলম এনি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী মানিক, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মীর ইলিয়াস,উপজেলা যুবদল নেতা জাহেদুল ইসলাম রাসেদ, সাদ্দাম হোসাইন,আবদুল বারেক, হাসান মুরাদ নাহিদ ফারুক, মনসুর আলী, স্বেচ্ছাসেবক দল নেতা ইমরান হোসাইন হিরু, ইকবাল হোসাইন, জেলা ছাত্রদলের সদস্য জাহেদ হোসাইন, বোয়ালখালী উপজেলা ছাত্রদল নেতা আরমান