বাঁশখালী কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন ইফতেখার মহসিন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ে ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইফতেখার হোসেন চৌধুরী মহসিনকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকেলে চট্টগ্রাম বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। কমিঠিতে পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব, নুরুল ইসলাম অভিভাবক সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক বিকাশ কান্তি ধরকে শিক্ষক প্রতিনিধি করা হয়েছে।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আদর্শ উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০২৪ এ বর্ণিত ৬৪ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।

উল্লেখ্য: এডহক কমিটির সভাপতি ইফতেখার হোসেন চৌধুরী মহসিন বর্তমানে চট্টগ্রাম জজকোর্টে এডিশনাল পিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সদস্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।’