দ্বিতীয়বারের মতো বলিউড সিনেমায় কীর্তি সুরেশ

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। দীর্ঘদিন ধরে সেখানে দর্শকপ্রিয়তার পর গত বছর ‘বেবি জন’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন। নতুন আরেকটি হিন্দি সিনেমায় কাজ করতে যাচ্ছেন এ অভিনেত্রী। ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে একটি হিন্দি রোমান্টিক-কমেডি ছবিতে অভিনয় করার জন্য আলোচনায় রয়েছেন তিনি।

এ অভিনেত্রীর মনোমুগ্ধকর এবং বহুমুখী প্রতিভার জন্য নির্মাতারা তার সঙ্গে কাজ করতে আগ্রহী। সবকিছু ঠিক থাকলে ছবিতে নতুন এক চরিত্রে অভিনয় করবেন কীর্তি। একটি সূত্র জানিয়েছে, কীর্তির আসন্ন এই ছবির চরিত্রটি বেশ প্রাণবন্ত ও বিনোদনমূলক। আর বলিউড ইন্ডাস্ট্রির তাদের রোমান্টিক-কমেডি জনরার জন্য বেশ খ্যাতিও রয়েছে। কীর্তি অভিনীত যা সমালোচকদের দ্বারা প্রশংসিতও। এমন কিছু সিনেমা হলো- নেনু শৈলজা (২০১৬), নেনু লোকাল (২০১৭), থানা সেরন্ধা কুত্তম (২০১৮) এবং রঙ দে (২০২০)।

তবে এখনো ছবির নাম, কাহিনি এবং অভিনেতাদের নাম গোপন রেখেছেন এটির নির্মাতা। তবে কীর্তির এ আসন্ন সিনেমাটি নিয়ে ইতোমধ্যে বেশ আলোচনা শুরু হয়ে গেছে। আপাতত এ তারকা দক্ষিণী সিনেমা ‘আক্কা’তে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেখানে তিনি অভিনেত্রী রাধিকা আপ্তে, তানভি আজমি এবং দীপ্তি সালভির সঙ্গে অভিনয় করবেন।

প্রতিশোধমূলক এ রোমাঞ্চকর ছবিটি দক্ষিণ ভারতের কাল্পনিক শহর পেরনুরু সম্পর্কে যেখানে গ্যাংস্টার কুইনদের জীবনযাত্রা দেখানো হবে। টিজার থেকে জানা যায়, কীর্তিকে সিনেমায় তার পুরো মহিলা গ্যাংয়ের নেতার ভূমিকায় দেখা যাবে। আর রাধিকা আপ্তে তার বিপরীত চরিত্রে অভিনয় করবেন। সিনেমায় দুজনের আকর্ষণীয় এক লড়াই দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।