ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে চালু হচ্ছে কমিউনিটি নোটস

যুক্তরাষ্ট্রে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে এক্স-এর ধাঁচে ‘কমিউনিটি নোটস’ ফিচার চালু করতে যাচ্ছে মেটা। আগামী ১৮ মার্চ থেকে চালু হবে নতুন এই ফিচার। তবে প্রাথমিকভাবে নোটগুলো সর্বজনীনভাবে প্রকাশ করা হবে না। মেটা এই সময়ে নোট লেখা ও রেটিং সিস্টেমের কার্যকারিতা যাচাই করবে।

গত জানুয়ারিতে মেটা তাদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের পরিবর্তে কমিউনিটি নোটস চালু করার পরিকল্পনা ঘোষণা করে। বিষয়টাকে তারা ‘পক্ষপাতমুক্ত’ বলে দাবি করেছে। এখন পর্যন্ত প্রায় ২ লাখ সম্ভাব্য কন্ট্রিবিউটর এই প্রোগ্রামের ওয়েটলিস্টে নাম লিখিয়েছেন। তবে উদ্বোধনের সময় সবাই নোট লিখতে বা রেট দিতে পারবেন না। মেটা ধীরে ধীরে কন্ট্রিবিউটরদের এ প্রোগ্রামে যুক্ত করবে।

মেটা জানিয়েছে, তারা এক্স-এর কমিউনিটি নোটসের মডেল অনুসরণ করছে। কন্ট্রিবিউটররা নোট লিখতে ও রেট দিতে পারবেন। তবে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির কন্ট্রিবিউটরদের মধ্যে ব্যাপক ঐক্যমত না হলে নোটগুলো প্রকাশিত হবে না। এছাড়া রেটিং সিস্টেমের জন্য এক্স-এর ওপেন-সোর্স অ্যালগরিদম ব্যবহার করা হচ্ছে।

মেটার এক পোস্টে বলা হয়েছে, ‘২০১৬ সালে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম চালু করার সময় আমরা বলেছিলাম, আমরা সত্যের বিচারক হতে চাই না। তখন বিশেষজ্ঞ ফ্যাক্ট-চেকিং সংস্থার ওপর ভরসা করাই সেরা সমাধান মনে হয়েছিল। কিন্তু বিশেষ করে যুক্তরাষ্ট্রে এটি প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি। বিশেষজ্ঞদেরও নিজস্ব রাজনৈতিক পক্ষপাত ও দৃষ্টিভঙ্গি রয়েছে।’

কমিউনিটি নোটসে ৫০০ অক্ষরের সীমা থাকবে এবং প্রতিটি নোটের সঙ্গে একটি সমর্থনকারী লিঙ্ক থাকতে হবে। প্রাথমিকভাবে নোটগুলোতে লেখকের নাম প্রকাশ করা হবে না। কমিউনিটি নোটসে অংশ নিতে হলে ব্যবহারকারীদের বয়স ১৮-এর বেশি হতে হবে।

এছাড়া অ্যাকাউন্টটি কমপক্ষে ৬ মাস পুরনো এবং ফোন নম্বর যাচাই বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু থাকতে হবে। যুক্তরাষ্ট্রের বাইরে মেটা এখনও তৃতীয় পক্ষের ফ্যাক্ট-চেকিং সিস্টেম ব্যবহার করবে, তবে ভবিষ্যতে কমিউনিটি নোটস বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।