হাটহাজারীতে ছুরিকাঘাতে যুবকের খুনি আটক

শফিউল আলম, রাউজান ঃ পারিবারিক বৈঠকে তর্কাতর্কির জেরে ছুরিকাঘাতে বীর মুক্তিযোদ্ধা সন্তান রবিউল ইসলাম বাবু(৪২) নামে এক যুবক কে খুনের পরে ঘাতক জসিম কে গ্রেফতার করে র‌্যাব।

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী জানান, হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড নাজিরহাট মন্দাকিনী এলাকার হত্যাকান্ডের ঘটনায় কামরুল নামে এক ব্যক্তি বাদী হয়ে জসিম কে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং ৯। এই মামলার তদন্ত কর্মকর্তা সেকেন্ড অফিসার নাজমুল হাসান।

এর আগে গত শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড নাজিরহাট মন্দাকিনী এলাকার মুছা সওদাগরের বাড়িতে বিয়ের বৈঠকে সামাজিক বিষয় নিয়ে কথা কাটাকাটি আপন চাচাতো ভাইয়ের সাথে জেঠাতো ভাই রবিউল ইসলাম বাবু। বৈঠক শেষে রবিউল ইসলাম বাবু বের হচ্ছিল এমন সময় ঘাতক আপন চাচাতো ভাই উপর্যুপরি ছুরিকাঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করে নাজিরহাট বেসরকারি হসপিটাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।