চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধায় উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল নাছিয়া পুকুর পাড়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক জাহেদের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছবুর চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, জেলা যুবদল নেতা মহসিন চেয়ারম্যান, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, প্রেমাশিয়া সমবায় সমিতির সভাপতি মো. জসিম উদ্দীন, বিএনপি নেতা শওকত, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা রেজাউল করিম প্রমুখ।’
এ সময় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, ‘আমার বাবা জাফরুল ইসলাম চৌধুরী আজীবন বাঁশখালীবাসীর সেবা করে গেছেন। তিনি দল-মত নির্বিশেষে বাঁশখালীবাসীর সেবা করেছেন। আমি ওনার দেখানো পথে হাঁটতে চাই। জনগণের জন্য কাজ করতে চাই। এ উপজেলার প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্য। সব সময় তাদের পাশে থাকবো আমি।’
এ সময় ইফতার ও দোয়া মাহফিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।’