চট্টগ্রামের বাঁশখালীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন ও বন্যহাতি রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক লিফলেট বিতরণ, পথসভা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টায় বাঁশখালী উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ ও উপকূলীয় বন বিভাগের হাতি বিষয়ক সুরক্ষা দল-২ এর উদ্যোগে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম, এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা নুরজাহান, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক, কালীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, বাঁশখালী উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. রাসেল মাহমুদ। এ সময় বন-বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় সভায় বক্তারা হাতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘হাতি প্রকৃতির বন্ধু এবং হাতি পরিবেশের ভারসাম্য বজায় রেখে বন টিকিয়ে রাখতে সহযোগিতা করে। কৃষি জমির চারপাশে যেনো বৈদ্যুতিক তারের ফাঁদ এবং অবৈধ বৈদ্যুতিক সংযোগ না থাকে সেজন্য বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য সকল দিকনির্দেশনা মেনে চলার আহ্বান করি। হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে করণীয় নির্ধারণে সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা ও প্রয়োজনীয় পরামর্শও দেন বক্তারা।’