জনগণের ঐক্যবদ্ধ সমর্থনই ধানের শীষের বিজয়ের পথ সুগম করবে: কাজল

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সদর-রামু ঈদগাঁও আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব লুৎফুর রহমান কাজল বলেছেন, জনগণের ঐক্যবদ্ধ সমর্থনই সামনে ধানের শীষের বিজয়ের পথ আরও সুগম করবে।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি দিকনির্দেশনা বলে দাবী করেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ খোদাইবাড়ীতে আয়োজিত ওঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে ওঠান বৈঠকের আয়োজন করা হয়।

উৎসাহ-উদ্দীপনায় ভরপুর উঠান বৈঠকে মহিলা ও পুরুষসহ এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বৈঠকটিকে পরিণত করে এক প্রাণবন্ত গণসমাবেশ এবং সাধারণ মানুষের আস্থা ও সহমর্মিতার প্রতিফলন ঘটে।

বৈঠকে জেলা বিএনপির সহ সভাপতি মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মোজাম্মেল হক, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।